Wednesday, January 19, 2011

গোবিন্দগঞ্জের লতিফের বালাইনাশক ওষুধ সাড়া ফেলেছে

গোবিন্দগঞ্জের লতিফের বালাইনাশক ওষুধ সাড়া ফেলেছে
০০ গোবিন্দগঞ্জ সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রতিভাবান কৃষক আব্দুল লতিফ দেশীয় গাছ-পালা দিয়ে বালাইনাশক ওষুধ তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। দেশের প্রচলিত কীটনাশক ব্যবহার না করে এ এলাকার প্রায় ২শ' কৃষক ১ হাজার ৮শ' বিঘা জমিতে আবদুল লতিফের তৈরি ভেষজ কীট ও বালাইনাশক ব্যবহার করে আশাব্যঞ্জক ফল পাওয়ায় ক্রমেই অন্য কৃষকরা উক্ত বালাইনাশক ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ। এসএসসি পাসের পর কারিগরি শিক্ষার জন্য টেকনিক্যাল কলেজে ভর্তি হন। কিন্তু সেখানে আর পড়াশুনা শেষ করতে পারেননি। পরবর্তীতে তিনি কৃষি কাজে মনোযোগী হয়ে ওঠেন। অবিবাহিত লতিফ দীর্ঘদিন ধরে বিভিন্ন গাছ-পালা, লতা-গুল্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে উলেস্নখিত ভেষজ কীট ও বালাইনাশক আবিষ্কার করেন। লতিফ জানান, পরিমাণ মত নিমপাতা, নিম গাছের অংশ, নিমের বীজ, তুলশী পাতা, মেহগনি গাছের বীজ, আতা গাছের পাতা মিশিয়ে পরিবেশবান্ধব এই ভেষজ কীট ও বালাইনাশক ওষুধ তৈরি করা হয়েছে। আর এ কীটনাশক তৈরির কাজে কৃষি অফিস থেকে পাওয়া ভর্তুকির ১ হাজার টাকা দিয়ে বিভিন্ন ওষধি গাছের চারা কিনে বাড়ির পাশে, ঘরের কোণায় গড়ে তুলেছেন ভেষজ বাগান। আবদুল লতিফ বলেন, প্রতি বিঘা জমিতে দেশে প্রচলিত কীটনাশক ব্যবহারে কৃষককে ৭শ' টাকা থেকে ৮শ' টাকা ব্যয় করতে হয়। কিন্তু তার তৈরি কীটনাশক প্রতিবিঘায় প্রয়োগে মাত্র ৬০ টাকা খরচ হয়। তবে তিনি এবার কৃষকদের মাঝে ১৮শ' বিঘা জমিতে প্রয়োগের জন্য বিনামূল্যে ভেষজ কীটনাশক প্রদান করেন। এলাকার কৃষকদের মতে প্রতিভাবান এই কৃষককে সরকারি পৃষ্ঠপোষকতা দিলে তিনি দেশের কল্যাণে কৃষি খাতে ভাল অবদান রাখতে পারবেন।
কাটাবাড়ী ইউনিয়নের বোগদা কলোনীর কৃষক আহম্মদ আলী বলেন, বর্তমান রোপা আমন মৌসুমে তার ১২ বিঘা ধানের জমিতে মাজরা পোকা, খোলপচা রোগ দেখা দিলে দেশের বিভিন্ন কোম্পানীর তৈরি ওষুধ ব্যবহার করি। তাতেও ফল না পেয়ে প্রতিবেশীর পরামর্শ মত আব্দুল লতিফের তৈরি ভেষজ কীটনাশক ব্যবহার করি। এরপর থেকে লক্ষ্য করছি ক্ষেতে কোন পোকা-মাকড় ও রোগ-বালাই নেই। বর্তমানে জমির ধানও বেশ ভাল হয়েছে।
কাটাবাড়ী ইউনিয়ন বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুল ইসলাম ও জিয়াউল হক জিয়া বলেন, আমরা নিজে মাঠ ঘুরে দেখেছি, ভেষজ কীটনাশক ব্যবহারকারী কৃষকদের কারো ক্ষেতেই কোন রোগ-বালাই নেই।
Source: Daily Ittefaq, 20th January-2011

No comments:

Post a Comment