মির্জাপুরে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের চাহিদা বেড়েছে
০০ মির্জাপুর সংবাদদাতা
টাংগাইলের মির্জাপুর উপজেলায় পরিবেশবান্ধব গুটি ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রের চাহিদা বেড়েছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্ভাবিত ব্রি ধান-৫০ (বাংলা মতি) জমিতে সার প্রয়োগে এই যন্ত্র কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। গতকাল মঙ্গলবার টাংগাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে পরিবেশ বান্ধব এই যন্ত্র কৃষকদের ব্যবহার করতে দেখা গেছে। মির্জাপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান- ৫০ (বাংলা মতি) অধিক ফলনের লক্ষ্যে এই গুটী ইউরিয়া প্রয়োগ যন্ত্র আবিষ্কার করেছে। কৃষি বিভাগ মির্জাপুর উপজেলায় বিনা মূল্যে ২৫টি যন্ত্র বিতরণ করেছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার নিখিল চন্দ্র বসাক জানিয়েছেন, গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের মাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছে। এতে সময় কম লাগে, শ্রমিক খরচ ৩০-৪০% কম, ধানের ফলন ২০% বৃদ্ধি হচ্ছে। আগে একরে ১০০-১২০ কেজি সার প্রয়োজন হত এখন লাগছে ৬০-৬৫ কেজি।
Source: Daily Ittefaq, 26th January-2011
Source: Daily Ittefaq, 26th January-2011
No comments:
Post a Comment