Tuesday, October 19, 2010

শক্তি উৎপাদনে পাওয়ার শার্ট

শক্তি উৎপাদনে পাওয়ার শার্ট

বর্তমানে বিশ্বজুড়ে চলছে শক্তি সংকট। এ জন্য বিজ্ঞানীরা বিভিন্ন উৎস হতে বিকল্প শক্তি উৎপাদনের উৎস খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন। সম্প্রতি জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক কাপড় থেকে শক্তি উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন। ন্যানোপ্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা এসব পোশাক শরীরের নড়াচড়া থেকেই বিদু্যৎ উৎপাদন করতে পারবে। তারা এ ধরনের পোশাকের নাম দিয়েছেন 'পাওয়ার শার্ট'। পোশাক থেকে বিদু্যৎ উৎপাদনের এই সিস্টেমের বিজ্ঞানীরা যে নাম দিয়েছেন, তাহলো 'ফাইবার বেসড ন্যানোজেনারেটর'। গবেষকদের বরাতে জানা গেছে, বিদু্যৎ উৎপাদনের এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ, যা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লাভজনকও। পাওয়ার শার্টের মাধ্যমে বিদু্যৎ উৎপাদনের জন্য পোশাকের ফাইবারের সাথে অতি সূক্ষ্ম জিঙ্ক অক্সাইডের ন্যানোতার মিশিয়ে দেয়া হয়েছে। ন্যানোতারের মাধ্যমে বিদু্যৎ উৎপাদনের এই পদ্ধতিটি পিজোইলেক্ট্রিক ইফেক্ট নামে পরিচিত। এক্ষেত্রে জিঙ্ক অক্সাইডে ন্যানোতার ব্যবহারের প্রধান কারণ হলো : এটি পিজোইলেক্ট্রিক ধর্ম প্রদর্শন করে। একই সাথে এটি অর্ধপরিবাহীও। পরীক্ষাগারে যেসব ন্যানোজেনারেটর তৈরি করা হয়েছে, তা থেকে উৎপাদিত বিদু্যতের পরিমাণ অনেক কম। তবে বিজ্ঞানীরা ন্যানোজেনারেটর ব্যবহার করে বিদু্যতের উৎপাদন বাড়ানোর চিন্তাভাবনা করছেন। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, বাণিজ্যিকভাবে পাওয়ার শার্টের প্রচলন হলে তা বিদু্যৎ চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা রাখবে। তবে সেদিন আর বেশি দূরে নেই, যেদিন মানুষের পছন্দের পোশাক হিসেবে পাওয়ার শার্ট থাকবে এক নম্বর তালিকায়। 
Source: Daily Ittefaq, 29-10-10

No comments:

Post a Comment