Sunday, October 24, 2010

ভিন্ন খবর : মৃতবত্সা মায়ের পাশে বিজ্ঞান

ভিন্ন খবর : মৃতবত্সা মায়ের পাশে বিজ্ঞান

মা শব্দটি ছোট হলেও একজন নারী যখন মা ডাক শোনা থেকে বঞ্চিত হন, তখন পৃথিবীর প্রায় সবকিছুই তার কাছে অর্থহীন হয়ে পড়ে। পৃথিবীর কাছে তিনি নিজেও হয়ে পড়েন প্রায় মূল্যহীন। কেবল ‘মা’ ডাকটি শোনার জন্য নারীরা অনেক কষ্ট মেনে নেন। তবু অনেকেরই মা হওয়ার সৌভাগ্য হয় না। এ সমস্যা ছিল একসময়
জটিল। কিন্তু বিজ্ঞানের আবিষ্কার এ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। ১৯৭০ সালে এক গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন টেস্ট টিউব বেবির ধারণাটি। অনেক চড়াই-উত্রাই পার করে এ আবিষ্কার এখন পৃথিবীতে প্রতিষ্ঠিত। এ আবিষ্কার অনেক নারীকে মা হওয়ার সুযোগ করে দিয়েছে। কিন্তু এখানেই নারীদের কষ্ট ঘোচেনি।
এরপরও মা হতে না পারার পেছনে আরও কিছু কারণ রয়েছে। অনেক নারী গভর্ধারণ করেও শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারছেন না। মৃত সন্তান প্রসব করেন। তাদের জন্য বিজ্ঞানের আশীর্বাদ হিসেবে এসেছে বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন একটি খবর। সম্প্রতি যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব আরহান্সের কয়েকজন গবেষক আবিষ্কার করেছেন আইভিএফ মেডিসিন। এ মেডিসিনের মাধ্যমে নারীদের রক্তের উচ্চ ও নিম্ন রসগ্রন্থির উর্বরতা, হরমোনজনিত সমস্যা, অতিরিক্ত ঋতুস্রাব, জরায়ু এবং ডিম্বাণুর সমস্যা, বারবার গর্ভপাতের সমস্যা দূর করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তারা। এ প্রসঙ্গে ড. জিন জিয়াং জুহ বলেছেন, আমাদের স্মরণ রাখতে হবে মানবদেহের বৃদ্ধির ক্ষমতা ক্রমান্বয়ে কমতে থাকে এবং এর বাড়ার ক্ষমতা থাকে খুবই কম। তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে দেখা গেছে, এসব সমস্যার কারণে শিশু জন্মগ্রহণ করলেও পরে মা ও শিশু দুজনেরই বিভিন্ন সমস্যা হয়। কিন্তু এ ওষুধ গ্রহণের পরে যেসব শিশু জন্মগ্রহণ করে তাদের ঝুঁকি থাকে কম। বিবিসি

No comments:

Post a Comment