Sunday, October 3, 2010

অন্ধদের দৃষ্টি ফেরাতে চিপ

অন্ধদের দৃষ্টি ফেরাতে চিপ

যারা চোখের রেটিনার সমস্যার কারণে দীর্ঘদিন ধরে অন্ধ তাদের জন্য সুখবর বয়ে এনেছে জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয় এবং রেটিনা ইমপ্ল্যান্ট এজি কোম্পানির বিজ্ঞানীরা। অন্ধদের চোখের রেটিনার পেছনে ছোট্ট একটি চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এখানকার গবেষকরা। টুবিনজেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবারহার্ট জ্রেনারের মতে এই চিপস প্রতিস্থাপন করে আমরা অনেকের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। যে ক’জন রোগীর ওপর এই চিপস প্রতিস্থাপন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন রেটিনার অসুখ রেটিনাইটিস পিগমেনটোসা বা আরপি এবং অন্যরা করোইডারেমিয়ায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। আরপি রোগীদের অন্ধত্ব ছোটবেলা থেকেই শুরু হয়। তারা তখন রাতকানা, কোনো সুড়ঙ্গে আলো কম থাকলে না দেখা ইত্যাদি সমস্যায় আক্রান্ত হন এবং পরবর্তীকালে পুুরোপুরি অন্ধ হয়ে যান। এমনই এক অন্ধ ফিনল্যান্ডের মিক্কা টেরহো (৪৬)। তিনি আগে কিছুই দেখতে পেতেন না। জার্মানিতে চিকিত্সকরা তার রেটিনার পেছনে নতুন উদ্ভাবিত এই চিপ প্রতিস্থাপন করার পর তিনি দেখতে পাচ্ছেন। তাকে পরীক্ষা করে দেখা গেছে, তিনি টেবিলের চামচ, মগ, প্লেট, ঘড়ির কাঁটা ইত্যাদি চিনতে পারছেন। ধূসর রঙের কয়েকটি শেডও আলাদা শনাক্ত করতে পারছেন। তিনি এখন ঘরে একাই ঘোরাফেরা করতে পারছেন। তিনি লোকজনের সঙ্গে মতবিনিময়ও করছেন। পরে আরও পরীক্ষা করে দেখা গেছে, তিনি বড় অক্ষরের লেখাও পড়তে পারছেন।
চোখের রেটিনাজনিত অন্ধত্ব সারাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড সাইট নামের একটি কোম্পানিও চিপস উদ্ভাবন করেছে। তবে তাদের চিপস দিয়ে সরাসরি দেখা যায় না। দেখার জন্য চোখের সামনে আলাদা ক্যামেরা বসাতে হয়। জার্মানির বিজ্ঞানীদের উদ্ভাবিত চিপস চোখে পতিত আলোকে ইলেকট্রিক ইমপালসে রূপান্তরিত করে চোখের পেছনে অপটিক নার্ভে সঞ্চালিত করে ব্যক্তিকে দেখার শক্তি জোগায়। এই চিপটি পরিচালিত হয় ক্ষুদে ব্যাটারির মাধ্যমে যা কানের পেছনে আটকানো থাকে। এখান থেকে একটি ক্ষুদ্র তারের সাহায্যে রেটিনার পেছনে চিপটির সংযোগ দেয়া হয়। বিবিসি, গার্ডিয়ান

No comments:

Post a Comment