Saturday, April 30, 2011

ব্রি উদ্ভাবিত ঘাস কাটার যন্ত্র

ব্রি উদ্ভাবিত ঘাস কাটার যন্ত্র- মনিরুজ্জামান কবির

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট একটি নতুন ধরনের ঘাস কাটার যন্ত্র উদ্ভাবন করেছে। যন্ত্রটি দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জেলা এবং উপজেলা পরিষদ, সার্কিট হাউস, স্কুল, কলেজ, আধুনিক ভবন, অবকাশ কেন্দ্র, পার্ক, হোটেল-মোটেলের আঙিনা, প্রবেশপথ এবং রাস্তার দুধারের ঘাস কাটার জন্য খুবই উপযোগী। যন্ত্রটির ঘাস কাটার ক্ষমতা প্রচলিত ঘাস কাটার যন্ত্রের চেয়ে তুলনামূলকভাবে বেশি। ব্রি ঘাস কাটা যন্ত্রটি দামে সস্তা এবং জ্বালানি সাশ্রয়ী।বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের খামার যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান মাহবুবুল আলম জামী এটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটি ঘণ্টায় ১.৮ বিঘা জমির ঘাস কাটতে পারে। যন্ত্রটির কর্তন বেস্নডের ব্যাস ৩২ ইঞ্চি বিধায় অল্প সময়ে অধিক পরিমাণ জমির ঘাস কাটে। স্বচালিত এ যন্ত্রটিতে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। এতে জ্বালানি ব্যয় হয় ঘণ্টায় ০.৫ থেকে ০.৭ লিটার, যার বাজার মূল্য বর্তমানে ২৪ থেকে ২৮ টাকা। পক্ষান্তরে বিদেশ থেকে আনা ঘাস কাটা যন্ত্র পেট্রোল, গ্যাসোলিন দিয়ে চালাতে হয় বলে খরচ অনেক বেশি লাগে। দেশের যেকোনো ওয়ার্কশপে তা নির্মাণ ও মেরামত সম্ভব হয় না। অথচ ব্রি ঘাস কাটা যন্ত্রের যন্ত্রাংশগুলো সাধারণ বলে দেশের যেকোনো ওয়ার্কশপে নির্মাণ ও মেরামত সম্ভব। যন্ত্রটি তৈরি প্রসঙ্গে গবেষক মাহবুবুল আলম জামী বলেন, ব্রি মাঠগুলোর সৌন্দর্য বজায় রাখার জন্য ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিদেশ থেকে আনা ঘাস কাটা যন্ত্রগুলো তিন থেকে চার মাস ব্যবহারের পর নষ্ট হয়ে গেলে ব্রি ওয়ার্কশপে নিয়ে আসা হতো। কিন্তু বাজারে এর যন্ত্রাংশ না পাওয়ায় মেরামত সম্ভব হতো না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি অটোক্যাড প্রোগ্রামিংয়ে নিজস্ব ডিজাইন অনুযায়ী ব্রি ওয়ার্কশপে এটি তৈরি করেন। সমপ্রতি ব্রির মহাপরিচালক ড. মো. নূর-ই-এলাহী, পরিচালক (গবেষণা) ড. এম এ ছালাম, পরিচালক (প্রশাসন) ডা. বি এ এ মুস্তাফিজ ও ব্রির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে ব্রি খেলার মাঠ এবং ব্রি প্রগতি স্কুল মাঠে যন্ত্রটির মাঠ দক্ষতা যাচাই করা হয়। এর মাঠ দক্ষতা চমৎকার বলে উপস্থিত সবাই মন্তব্য করেন। সমপ্রতি অনুষ্ঠিত ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা সভায় উপস্থাপন করলে ব্রির মহাপরিচালক ও বিজ্ঞানীরা এর ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে জামী জানান, কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে এটি বাজারজাত করা হবে।কারিগরি বিষয়ব্রি ঘাস কাটা যন্ত্রটির কারিগরি বিষয় বেশ সহজ। এর বেস্নড সহজেই পরিবর্তনযোগ্য। এটি ঘূর্ণন গতিতে কাজ করে। এর ঘূর্ণন গতি ১২৫০ আরপিএম। এটি চার অশ্বক্ষমতাসম্পন্ন ডিজেলচালিত ইঞ্জিন বিধায় ওজনে হালকা, এর মাঠ ক্ষমতা ০.২৪৩ হেক্টর/ঘণ্টা, মাঠ দক্ষতা প্রায় ৮৭ শতাংশ।এটি ভূমি থেকে ৪-৬ সেন্টিমিটার উচ্চতায় ঘাস কাটে। এর জ্বালানি খরচ মাত্র ০.৫-০.৭ লি/ঘণ্টা। এর সম্মুখ ৩.৫ কিলোমিটার/ঘণ্টা বলে হেঁটে হেঁটে চালানো সম্ভব।বিশেষ সুবিধা : মাঠে ঘাস কাটার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, জ্বালানি খরচ কম, ওজনে হালকা, যেকোনো ওয়ার্কশপে মেরামত করা সম্ভব, মেরামত খরচ কম।Source: http://www.jjdin.com৩০ এপ্রিল ২০১১


যোগাযোগের ঠিকানা


মহাপরিচালক
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),
জয়দেবপুর, গাজীপুর-১৭০১।
ই-মেইলঃ dg@brri.gov.bd, brrihq@yahoo.com
ফোন নং-  ৮৮০-২-৯২৯৪১১৭-২১
ফ্যাক্স নং-  ৮৮০২-৯২৬১১১০
ওয়েবসাইটঃ www.brri.gov.bd, www.knowledgebank-brri.org

No comments:

Post a Comment