Monday, November 1, 2010

পাখাবিহীন ফ্যান

   
ডাইসন এয়ার মাল্টিপ্লায়ার ফ্যান কোম্পানি' পাখাবিহীন ফ্যান আবিষ্কার করেছে। সম্প্রতি এ ফ্যান বাজারে এনেছে কোম্পানিটি। সম্পূর্ণ পাখাবিহীন 'লার্জার ডায়ামিটার', 'টাওয়ার ফ্যান' এবং 'পেডাসটাল' নামে তিনটি মডেল প্রাথমিকভাবে তৈরি করেছেন। এ ফ্যানগুলো পরিষ্কার করা খুব সহজ। এছাড়া প্রচুর বায়ুপ্রবাহ তৈরিতেও সক্ষম।

জানা গেছে, ডাইসন এয়ার মাল্টিপ্লায়ার ফ্যান কোম্পানির তৈরি এসব ফ্যানের ব্রাশবিহীন মোটর থেকে বায়ুপ্রবাহ তৈরি হয়। এই মোটর পাখার বদলে গোলাকার একটি চাকতির মধ্যে ঘুরতে থাকে। পাখাবিহীন এ ফ্যানে আছে ডিমার সুইচ কন্টোল। কোম্পানির দাবি, ফ্যানের পাওয়ার কন্ট্রোল করা হয় এ সুইচের মাধ্যমে। এর ফলে ফ্যানের বাতাস খুবই আরাম দায়ক হয়। ১০ ইঞ্চি টেবিল ফ্যানের দাম ৩০০ ডলার এবং ১২ ইঞ্চির দাম ৩৩০ ডলার। অন্যদিকে ৩৯.৬৫ ইঞ্চি লম্বা টাওয়ার ফ্যানের দাম ৪৫০ ডলার ও ৪৬.৭৭ থেকে ৫৫.৪৩ ইঞ্চি পর্যন্ত বড় করার অপশনসহ পেডাসটাল ফ্যানগুলোর দাম ৫০০ ডলার।
Source: Daily Bangladesh-pratidin

No comments:

Post a Comment