Sunday, November 7, 2010

পর্যটন শিল্পে নতুন সংযোজন : বান্দরবানের মেঘলায় কেবল কার উদ্বোধন

পর্যটন শিল্পে নতুন সংযোজন : বান্দরবানের মেঘলায় কেবল কার উদ্বোধন

এমএ মালেক, বান্দরবান
বান্দরবানে গতকাল মেঘলা পর্যটন কমপ্লেক্সে সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে সংযোজিত হলো কেবল কার। ফলে বান্দরবান পার্বত্য জেলা পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হলো। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও বান্দরবানের এমপি বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কেবল কারের উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বিকালে এ উপলক্ষে এক অনুষ্ঠান জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শাহ আতিকুর রহমান পিএসসি, জেলা জজ আবু কাউসার, পুলিশ সুপার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক
সোহেল ইমাম। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কমপ্লেক্সে এ কেবল কার স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য চট্টগ্রামে বান্দরবানের মেঘলায় প্রথম কেবল কার উদ্বোধনের মাধ্যমে পর্যটন শিল্পের নতুন মাত্রা সংযোজন হলো। এর মাধ্যমে পার্বত্য বান্দরবান জেলা পর্যটন শিল্পে আরেক ধাপ এগিয়ে গেল। এতে চড়ে দেশি-বিদেশি পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
Source: Daily Amardesh

No comments:

Post a Comment