Monday, November 1, 2010

ভালুকার রেপটাইলস ফার্ম চারশ' কুমির রফতানি করবে

ভালুকার রেপটাইলস ফার্ম চারশ' কুমির রফতানি করবে

০০ ভালুকা সংবাদদাতা

উপজেলার হাতীবেড় গ্রামে অবস্থিত রেপ্টাইলস্ ফার্ম থেকে উৎপাদিত ৪শত কুমির এ বছর ডিসেম্বরে ইউরোপে রপ্তানি হবে। যার মূল্য ৪ লাখ ইউরো গত অর্থবছর কুমির রপ্তানি করে এ ফার্ম ৭৫ হাজার ডলার অর্জন করে। এ বছর কুমির রপ্তানি করে গত অর্থবছরের চেয়ে তিনগুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফার্মের নির্বাহী পরিচালক মোস্তাক আহম্মেদ। তিনি আরো জানান, ইউরোপীয় দেশগুলোর ক্রেতারা কুমির ক্রয়ের আগ্রহ দেখিয়েছে। কিন্তু কুমির আমদানি-রপ্তানির ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় নানাবিধ প্রতিকূলতার ফলে আন্তর্জাতিক বাজারে যথাসময়ে রপ্তানি অনিশ্চিত হয়ে পড়লে কোটি কোটি ডলার আয় থেকে বঞ্চিত হবো আমরা। তবে রপ্তানিক্ষেত্রে সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে রেপ্টাইলস্ ফার্ম ৪ লাখ ইউরো মূল্যের ৪ শত কুমির ইউরোপে রপ্তানি করতে পারবে।

পদ্মা নদীতে কুমির ধরা পড়েছে

মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কবীরপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই ফুট দৈর্ঘ্যের একটি কুমির। ফরেষ্ট বিভাগ জানিয়েছে, কুমিরটি সোমবার কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হচ্ছে।
 Source: Daily Ittefaq

No comments:

Post a Comment