Wednesday, January 5, 2011

তিস্তার চরাঞ্চলে 'ধান ব্যাংক'

তিস্তার চরাঞ্চলে 'ধান ব্যাংক'
০০কমল কান্ত রায়, গঙ্গাচড়া সংবাদদাতা

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার চরাঞ্চলে হতদরিদ্র মানুষের মঙ্গার সময় আশার আলো জ্বালিয়েছে 'ধান ব্যাংক'। বেসরকারি সংস্থা আরডিআরএস'র ব্যক্তিক্রমধমর্ী উদ্যোগ এলাকার মানুষের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। দেশের উত্তরাঞ্চলে আশ্বিন-কার্তিক মাস শ্রমজীবী মানুষের কাজ থাকে না। অনেকে আগাম শ্রম বিক্রি করে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করে থাকে দুস্থ লোকজন। উপজেলার মর্নেয়া ইউনিয়নের তিস্তা নদীর আলালচরের নীলারপাড়া। এখানে অধিকাংশ লোকজনই নদী ভাঙ্গনের শিকার। জমাজমি হারিয়ে নিঃস্ব হয়েছে এসব অভাবী পরিবার। বেসরকারি সংস্থা আরডিআরএস চরাঞ্চলের অভাবী মানুষের কথা চিন্তা করে গতবছর সেপ্টেম্বর মাসে চালু করে ৯টি ধান ব্যাংক। প্রতিটি ধান ব্যাংকে ১ টন ধান সরবরাহ করে সংস্থা। প্রতিটি ধান ব্যাংকের আওতায় ২০ জন করে সদস্য রয়েছে। গত আশ্বিন-কার্তিক মাসে মঙ্গার সময় প্রতিটি সদস্যকে ৫০ কেজি ধান দেয়া হয়েছে। আমন ধান কাটামাড়ি শেষে এসব সদস্য ৫০ কেজি করে ধান আবার জমা করবে আগামী মঙ্গা মাসের জন্য। নীলারপাড়া এলাকার ১০ নং বেলী মহিলা দলের সভাপতি আরজিনা বেগম বললেন, "এবার মঙ্গার সময় হামাক গুলাক আর মানুষের কাছে ধার করা নাগে নাই।" সমিতির সদস্যা আফরোজা, আনজু, অমিচা বললেন, আশ্বিন-কার্তিক মাসে কাজ থাকে না, এ সময় এই ধান হামার গুলার অনেক কামত নাগে। আরডিআরএস'র টেকনিক্যাল অফিসার (কৃষি) নাসিরউদ্দিন জানান, মঙ্গা এলাকার মানুষের কথা চিন্তা করে এ ধান ব্যাংক গঠন করা হয়েছে। বর্তমানে ৯টি মর্নেয়া এলাকায় ৯টি ধান ব্যাংক আছে। পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। সেইসাথে ধানের পরিমাণও বাড়ানোর চিন্তা-ভাবনা রয়েছে।
Source: Daily Ittefaq

No comments:

Post a Comment