সাতক্ষীরায় নতুন জাতের সরিষার বাম্পার ফলন
০০সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের উদ্ভাবিত লবণ-সহিষ্ণু বারি সরিষা ১৪ ও ১৫ জাতের বীজ পরীক্ষামূলক ভাবে জমিতে চাষ করে ব্যাপক ফলন পাওয়া গেছে। কৃষি গবেষকরা জানিয়েছেন, বিঘা প্রতি প্রায় আট মণ সরিষা উৎপাদন হয়েছে। সদর উপজেলার ঘোনা-গাজীপুর বিলে প্রায় ২৫ একর জমিতে পরীক্ষামূলক ভাবে এবছর ঐ জাতের সরিষা চাষ করা হয়েছে। যার উৎপাদন দেশীয় সরিষা জাতের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি।
মঙ্গলবার দুপুরে ঘোনা-গাজীপুর বিলে বারি সরিষা ১৪ ও ১৫ এর উপর এক মাঠ দিবসে বারি গবেষকেরা বলেন, আমন ও বোরো মৌসুমে ধান কাটার পরপরই সরিষার এই জাত দুইটি চাষ করতে হয়। এই জাতের বীজ লবণ-সহিষ্ণু মাটি, মিষ্টি মাটিসহ সব শ্রেণীর মাটিতে চাষ করা সম্ভব। এই জাতের সরিষায় রোগ-বালাই তুলনামূলক অনেক কম। সেচ দেয়ার প্রয়োজন হয় না। তবে সেচ দিলে শস্যদানায় পুষ্টি বেশি হয়।
সোমবার অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের মাঝে বারি সরিষা ১৪ ও ১৫ জাত চাষ বিষয়ে আলোচনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তফা জামান, বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. এ কে এম হাবিবুর রহমান, ড. লতিফ বিশ্বাস, ড. রফিউদ্দিন মণ্ডল। বক্তারা এ সময় এই জাতের সরিষা চাষ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
Source: Daily Ittefaq, 27th January-2011
মঙ্গলবার দুপুরে ঘোনা-গাজীপুর বিলে বারি সরিষা ১৪ ও ১৫ এর উপর এক মাঠ দিবসে বারি গবেষকেরা বলেন, আমন ও বোরো মৌসুমে ধান কাটার পরপরই সরিষার এই জাত দুইটি চাষ করতে হয়। এই জাতের বীজ লবণ-সহিষ্ণু মাটি, মিষ্টি মাটিসহ সব শ্রেণীর মাটিতে চাষ করা সম্ভব। এই জাতের সরিষায় রোগ-বালাই তুলনামূলক অনেক কম। সেচ দেয়ার প্রয়োজন হয় না। তবে সেচ দিলে শস্যদানায় পুষ্টি বেশি হয়।
সোমবার অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকদের মাঝে বারি সরিষা ১৪ ও ১৫ জাত চাষ বিষয়ে আলোচনা করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মোস্তফা জামান, বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. এ কে এম হাবিবুর রহমান, ড. লতিফ বিশ্বাস, ড. রফিউদ্দিন মণ্ডল। বক্তারা এ সময় এই জাতের সরিষা চাষ করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
Source: Daily Ittefaq, 27th January-2011
No comments:
Post a Comment