নতুন পদ্ধতিতে বোরো আবাদে ঝুঁকছেন কৃষক
মানিকগঞ্জ প্রতিনিধি

ধান উত্পাদনের পূর্বশর্ত হলো বীজ থেকে সুস্থ-সবল চারা উত্পাদন করে তা সঠিক সময়ে রোপণ করা আর সেই লক্ষ্যেই মানিকগঞ্জে এবার শুরু হয়েছে নতুন পদ্ধতিতে বোরো ধানের আবাদ। জমিতে পানি না উঠায় প্রতি বছর কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয় এ বীজতলা তৈরি করতে। আর এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর মানিকগঞ্জ। এ পদ্ধতিতে বর্ষা বা সেচের পানি কোনোটির ওপর নির্ভর না করে যে কোনো জমিতে অঙ্কুরিত বীজ মাটিতে ছিটিয়ে পলিথিন পেপার দিয়ে ঢেকে দিতে হয়। এতেই উত্পাদন হয় সুস্থ-সবল ধানের চারা। ১০/১২ দিন পরে পলিথিন উঠিয়ে দিলে চারাগুলো সোজা হয়ে ওঠে। এই পদ্ধতিতে মাত্র ২০/২৫ দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে ওঠে। রোপণের আগ মুহূর্ত পর্যন্ত চারাগুলো পলিথিনে ঢেকে রাখতে হয়। আগে যেখানে ১ একর জমিতে ৬০ কেজি বীজ ধান লাগত, এখন এ পদ্ধতিতে মাত্র ১০ কেজি বীজধানই যথেষ্ট। মানিকগঞ্জ জেলায় এ বছর ৬০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরই মধ্যে জেলার কৃষকরা শুরু করে দিয়েছেন বোরো ধান রোপণের কাজ। মানিকগঞ্জ সদর থানার কেওয়ারজানি গ্রামের মোতালেব মাস্টার জানান, তিনি গত ২ বছর যাবত এই পদ্ধতিতে ৩০ বিঘা জমিতে ধান চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন।কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম জানান, আমাদের এই এলাকায় প্রতি বছর ধানের চারার সঙ্কট হতো, এই সঙ্কট নিরসনে আমিই প্রথম মানিকগঞ্জে এই পদ্ধতিতে বীজ উত্পাদন করে চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করি। এতে ব্যাপক সফলতা লাভ করেন এই এলাকার কৃষকরা।
এই পদ্ধতিতে একদিকে বীজধান কম প্রয়োজন হচ্ছে, অপর দিকে ধানও ৩ গুণ বেশি উত্পাদিত হচ্ছে।
Source: Daily Amardesh
No comments:
Post a Comment