Monday, January 17, 2011

কৃষিকে সমৃদ্ধ করতে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে বিনার সাফল্য

কৃষিকে সমৃদ্ধ করতে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে বিনার সাফল্য

বিনাতে বার্ষিক কর্মশালার উদ্বোধন

০০বাকৃবি সংবাদদাতা, জানুয়ারি ১৬, ২০১১

লবণসহিষ্ণু ধানের জাত উদ্ভাবন, বায়োফার্টিলাইজারের ব্যবহারসহ ৪৭ টি উন্নতজাতের খাদ্যশস্যের জাত উদ্ভাবন করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। শস্য উৎপাদনে পরমাণু শক্তি ব্যবহারের পাশাপাশি গবাদিপশু, পোলট্রি ও মৎস্য সম্পদেও পরমাণু শক্তির ব্যবহার বাড়াতে হবে। বিনাতে এ্যানিম্যাল সাইন্স বিভাগ চালু করতে হবে। সৌর শক্তিকে কাজে লাগানোর প্রয়াস চালাতে হবে। অর্থনৈতিকভাবে লাভবান প্রযুক্তি কৃষকদের হাতে সমপ্রসারণ করতে হবে। শনিবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তা ও কৃষিবিজ্ঞানীরা এসব কথা বলেন।

জানা যায়, গত এক বছরের গবেষণা কর্মকান্ড নিয়ে আয়োজিত ৫দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিনা'র মহাপরিচালক ড. এম.এ সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ এর সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম.এ সাত্তার মন্ডল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনা'র পরিচালক (গবেষণা) ড. আব্দুস সালাম, গবেষণা সমন্বয়ক আব্দুর রব হাওলাদার, কৃষক প্রতিনিধি মো. নজরুল ইসলাম খান ও মো. ইয়ার উদ্দিন। ৫দিন ব্যাপী এ কর্মশালায় ১০ টি বৈজ্ঞানিক সেশনের মাধ্যমে ৮ টি গবেষণা বিভাগের অধীনে প্রায় শতাধিক চলমান গবেষণা প্রকল্পের প্রবন্ধ সমূহ উপস্থাপন করা হবে। উলেস্নখ্য, কর্মশালাটি শেষ হবে আগামী ১৯ জানুয়ারি বুধবার ।
Source:

No comments:

Post a Comment