
গোপালপুরে সালাউদ্দীনের কৃষিযন্ত্র আলোড়ন সৃষ্টি করেছে
০০ গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
গোপালপুরের ক্ষুদে কৃষি বিজ্ঞানী গাজী মোহাম্মদ সালাউদ্দীন বহুমুখি কৃষি যন্ত্র উদ্ভাবন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এ যন্ত্রের নাম দেয়া হয়েছে ফার্মারস হ্যান্ড পাওয়ার মেশিন। স্বল্প দামের এবং হালকা ওজনের সহজেই বহনোপযোগী এ মেশিন দিয়ে একজন কৃষক তার প্রয়োজনীয় সব কাজই খুব দ্রুত এবং সুচারুরুপে সম্পন্ন করতে পারবে। এ হ্যান্ড পাওয়ার মেশিন দিয়ে জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে সব ধরনের শস্য বীজ রোপণ, সুষম সার ছিঁটানো, পোকামাকড় দমনে সঠিক মাপে কীটনাশক ও বিষ প্রয়োগ, ফসলী জমিতে সেচ প্রদান, আগাছা নিড়ানি দেয়া, ফসল পরিবহন, মিটার পদ্ধতিতে ফসলের ওজন নিরুপণ এবং বিদু্যৎ উৎপাদনের জন্য জেনারেটর মেশিনের কাজ করবে।
গাজী মোহম্মদ সালাউদ্দীনের বাড়ি গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের জোতগোপাল গ্রামে। তার পিতার নাম গোলাম কিবরিয়া। সালাউদ্দীন জানান, ছোটকাল থেকেই তার মধ্যে আবিস্কারের নেশা ছিল। মিনি কারখানার নাম দিয়েছেন ইজতিহাদ প্রকৌশলী ওয়ার্কশপ ও গবেষণা সেন্টার। এলাকার বিভিন্ন খামারে এ হ্যান্ড পাওয়ার মেশিন ব্যবহার করে কৃষি খাতে বহুমুখি সুফল পাওয়া গেছে বলে গ্রামবাসিরা জানায়। উপজেলা কৃষি অফিস জানায়, সালাউদ্দীনের এ নব্য আবিষ্কার কৃষিবিদ সহ সংশিস্নষ্ট সবাইকে মুগ্ধ করেছে।
SOURCE: Daily Ittefaq
গাজী মোহম্মদ সালাউদ্দীনের বাড়ি গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের জোতগোপাল গ্রামে। তার পিতার নাম গোলাম কিবরিয়া। সালাউদ্দীন জানান, ছোটকাল থেকেই তার মধ্যে আবিস্কারের নেশা ছিল। মিনি কারখানার নাম দিয়েছেন ইজতিহাদ প্রকৌশলী ওয়ার্কশপ ও গবেষণা সেন্টার। এলাকার বিভিন্ন খামারে এ হ্যান্ড পাওয়ার মেশিন ব্যবহার করে কৃষি খাতে বহুমুখি সুফল পাওয়া গেছে বলে গ্রামবাসিরা জানায়। উপজেলা কৃষি অফিস জানায়, সালাউদ্দীনের এ নব্য আবিষ্কার কৃষিবিদ সহ সংশিস্নষ্ট সবাইকে মুগ্ধ করেছে।
SOURCE: Daily Ittefaq
No comments:
Post a Comment