Wednesday, December 1, 2010

অণুজীব থেকে জৈব কীটনাশক

অণুজীব থেকে জৈব কীটনাশক

ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামের ব্যাকটেরিয়াটি একধরনের বিষাক্ত আমিষজাতীয় পদার্থ নিঃসরণ করে। এই নিঃসৃত পদার্থ বিভিন্ন ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ ও আগাছা দমনে জৈব কীটনাশক হিসেবে বেশ কাজ করে। ড. আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন গবেষণা দল নিরবচ্ছিন্ন গবেষণার মাধ্যমে দেশীয় পরিবেশ থেকে এই অণুজীবের সন্ধান পেয়েছেন।
প্রচলিত রাসায়নিক ক্ষতিকর কীটপতঙ্গের পাশাপাশি উপকারী কীটপতঙ্গও মেরে ফেলে। আবার কীটনাশকের সিংহভাগই আমদানি করতে হয়।
ঢাবির অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও গবেষক সালমা আক্তার জানান, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নিঃসৃত কীটনাশক শুধু নির্দিষ্ট ক্ষতিকর কীটপতঙ্গ, আগাছা ধ্বংস করে, পরিবেশের ক্ষতি করে না। উন্নত বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। রাসায়নিক কীটনাশকের চেয়ে এটি সাশ্রয়ী।' ড. আনোয়ার হোসেনের এ গবেষণার বৃত্তান্ত প্রকাশিত হয়েছে 'জার্নাল অব ইনভার্টিব্রেইট প্যাথলজি' সাময়িকীতে।

For information about Dr. Anowar Hossain, See this post:ছোট রাজ্যের বড় গবেষণা: বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু

Source: Daily kalerkantho

No comments:

Post a Comment