মাছের ভ্যাকসিন
মাছের একটি শত্রুর নাম এন্টারোকক্কাস সেরিওলাইসিজ। মৎস্য চাষ প্রকল্পগুলোতে এ অণুজীবের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। ওই অণুজীবের ত্বকে 'জি-ওয়ান এন্টিজেন' নামের একটি জৈব রাসায়নিক পদার্থ খুঁজে বের করেছেন ড. আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা। ওই রাসায়নিক উপাদান থেকেই ওই জীবাণুর ভ্যাকসিন তৈরির সম্ভাবনা দেখিয়েছেন তাঁরা।
সামুদ্রিক ও মিঠাপানির_দুই ধরনের মাছেই আক্রমণ করে এন্টা. সেরিওলাইসিজ। প্রধান শিকার শিং, মাগুর, তেলাপিয়া, চিংড়ি, ইল প্রভৃতি। গবেষণায় দেখা গেছে কিছু এন্টা. সেরিওলাইসিজ 'অ্যাগ্লুটিনেটিং' নামের বিশেষ মলিকিউলার বিক্রিয়ায় সাড়া দেয়। আর যেগুলো সাড়া দেয় না, সেগুলোই এ রোগ ঘটায়।
অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র ও গবেষক অভিনু কিবরিয়া ইসলাম জানান, "বেশির ভাগ ভ্যাকসিনের ক্রিয়াকৌশল অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতোই। যে অণুজীব নির্দিষ্ট রোগের জন্য দায়ী, সেই অণুজীবের পুরোটাই অথবা কোষের সুনির্দিষ্ট অংশ ভ্যাকসিন হিসেবে রোগ প্রতিরোধে প্রয়োগ করা যায়। তাই 'জি-ওয়ান এন্টিজেন' ভ্যাকসিন হিসেবে বেশি কার্যকর হবে।" এ গবেষণার বৃত্তান্ত প্রকাশিত হয়েছে 'লেটারস ইন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি' বিজ্ঞান সাময়িকীতে।
For information about Dr. Anowar Hossain, See this post:ছোট রাজ্যের বড় গবেষণা: বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু
মাছের একটি শত্রুর নাম এন্টারোকক্কাস সেরিওলাইসিজ। মৎস্য চাষ প্রকল্পগুলোতে এ অণুজীবের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। ওই অণুজীবের ত্বকে 'জি-ওয়ান এন্টিজেন' নামের একটি জৈব রাসায়নিক পদার্থ খুঁজে বের করেছেন ড. আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা। ওই রাসায়নিক উপাদান থেকেই ওই জীবাণুর ভ্যাকসিন তৈরির সম্ভাবনা দেখিয়েছেন তাঁরা।
সামুদ্রিক ও মিঠাপানির_দুই ধরনের মাছেই আক্রমণ করে এন্টা. সেরিওলাইসিজ। প্রধান শিকার শিং, মাগুর, তেলাপিয়া, চিংড়ি, ইল প্রভৃতি। গবেষণায় দেখা গেছে কিছু এন্টা. সেরিওলাইসিজ 'অ্যাগ্লুটিনেটিং' নামের বিশেষ মলিকিউলার বিক্রিয়ায় সাড়া দেয়। আর যেগুলো সাড়া দেয় না, সেগুলোই এ রোগ ঘটায়।
অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র ও গবেষক অভিনু কিবরিয়া ইসলাম জানান, "বেশির ভাগ ভ্যাকসিনের ক্রিয়াকৌশল অনেকটা কইয়ের তেলে কই ভাজার মতোই। যে অণুজীব নির্দিষ্ট রোগের জন্য দায়ী, সেই অণুজীবের পুরোটাই অথবা কোষের সুনির্দিষ্ট অংশ ভ্যাকসিন হিসেবে রোগ প্রতিরোধে প্রয়োগ করা যায়। তাই 'জি-ওয়ান এন্টিজেন' ভ্যাকসিন হিসেবে বেশি কার্যকর হবে।" এ গবেষণার বৃত্তান্ত প্রকাশিত হয়েছে 'লেটারস ইন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি' বিজ্ঞান সাময়িকীতে।
For information about Dr. Anowar Hossain, See this post:ছোট রাজ্যের বড় গবেষণা: বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু
No comments:
Post a Comment