সময় মেপে ঘুরবে প্যানেল
সূর্যমুখী রাখার জন্য কিছুক্ষণ পর পর হাত দিয়ে সোলার প্যানেল ঘোরানো কষ্টসাধ্য কাজ। এর জন্য আছে সোলার ট্র্যাকার। কিন্তু প্রচলিত এলইডি ট্র্যাকার মেঘাচ্ছন্ন আকাশে কাজ করে না। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী তৈরি করেছে এমন এক রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম যা সময় হিসেব করে ঘোরাবে সোলার প্যানেল। পুরোটা জানাচ্ছেন শেরিফ আল সায়ার প্রজেক্টে কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের তিন শিক্ষার্থী_তাবাসসুম নাসরিন, ফাতিমা বিনতে জিয়া এবং নাজমুল হাসান হিমেল। তাবাসসুম বলেন, 'সোলার প্যানেলের কার্যক্ষমতা ২৫-৩৫ শতাংশ বাড়বে যদি রিয়েল টাইমভিত্তিক এ ট্র্যাকার ব্যবহার করা হয়। এ ট্র্যাকারে সময় নির্ধারণ করা হবে আরটিসি (রিয়েল টাইম ক্লক)_এর মাধ্যমে। আরটিসি এমন একটি মাইক্রোচিপ যা ১০০ বছর পর্যন্ত সঠিক সময় গণনা করতে পারে। প্যানেল ঘোরানোর দায়িত্বে থাকবে একটি ইলেকট্রিক মোটর। মোটরকে নিয়ন্ত্রণ করবে প্রোগ্রাম করা মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারে দুই ধরনের প্রোগ্রাম কোডিং করা হয়_সময় নিয়ন্ত্রণ ও সময়ের সঙ্গে মোটর নিয়ন্ত্রণ। এই কোডিংয়ের ওপরই নির্ভর করবে ট্র্যাকারের সামগ্রিক কার্যকারিতা।'
সূর্যমুখী রাখার জন্য কিছুক্ষণ পর পর হাত দিয়ে সোলার প্যানেল ঘোরানো কষ্টসাধ্য কাজ। এর জন্য আছে সোলার ট্র্যাকার। কিন্তু প্রচলিত এলইডি ট্র্যাকার মেঘাচ্ছন্ন আকাশে কাজ করে না। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী তৈরি করেছে এমন এক রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম যা সময় হিসেব করে ঘোরাবে সোলার প্যানেল। পুরোটা জানাচ্ছেন শেরিফ আল সায়ার প্রজেক্টে কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের তিন শিক্ষার্থী_তাবাসসুম নাসরিন, ফাতিমা বিনতে জিয়া এবং নাজমুল হাসান হিমেল। তাবাসসুম বলেন, 'সোলার প্যানেলের কার্যক্ষমতা ২৫-৩৫ শতাংশ বাড়বে যদি রিয়েল টাইমভিত্তিক এ ট্র্যাকার ব্যবহার করা হয়। এ ট্র্যাকারে সময় নির্ধারণ করা হবে আরটিসি (রিয়েল টাইম ক্লক)_এর মাধ্যমে। আরটিসি এমন একটি মাইক্রোচিপ যা ১০০ বছর পর্যন্ত সঠিক সময় গণনা করতে পারে। প্যানেল ঘোরানোর দায়িত্বে থাকবে একটি ইলেকট্রিক মোটর। মোটরকে নিয়ন্ত্রণ করবে প্রোগ্রাম করা মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারে দুই ধরনের প্রোগ্রাম কোডিং করা হয়_সময় নিয়ন্ত্রণ ও সময়ের সঙ্গে মোটর নিয়ন্ত্রণ। এই কোডিংয়ের ওপরই নির্ভর করবে ট্র্যাকারের সামগ্রিক কার্যকারিতা।'
ওই দুই ধরনের কোডিং একত্র করেছেন তিন শিক্ষার্থী। অর্থাৎ আমাদের দেশের সময়ের সঙ্গে ট্র্যাকার ঘোরার কোডটি মিলিয়ে দেওয়াটাই ছিল তাদের চ্যালেঞ্জ। আর তাতেই মিলেছে সফলতা।
ফাতিমা ও হিমেল জানান, 'ট্র্যাকারটি রিয়েল টাইমের ওপর নির্ভর করে ঘুরবে, সূর্যের আলো শনাক্ত করে নয়। ফলে সূর্যের আলো না থাকলেও ট্র্যাকার ঘুরবে সময় মেপে। এতে কিছু বাড়তি শক্তি ক্ষয় হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মেঘ কেটে যাওয়ার পর আবার সৌরালোক পাবে প্যানেল।
প্রজেক্টটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ড. খসরু মো. সেলিম। তিনি বলেন, এই ট্র্যাকিং পদ্ধতি বাংলাদেশে খুব সহজেই কাজ করবে। তবে তার আগে সোলার প্যানেলের দাম আনতে হবে সাধারণের নাগালে।
ফাতিমা ও হিমেল জানান, 'ট্র্যাকারটি রিয়েল টাইমের ওপর নির্ভর করে ঘুরবে, সূর্যের আলো শনাক্ত করে নয়। ফলে সূর্যের আলো না থাকলেও ট্র্যাকার ঘুরবে সময় মেপে। এতে কিছু বাড়তি শক্তি ক্ষয় হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও মেঘ কেটে যাওয়ার পর আবার সৌরালোক পাবে প্যানেল।
প্রজেক্টটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ড. খসরু মো. সেলিম। তিনি বলেন, এই ট্র্যাকিং পদ্ধতি বাংলাদেশে খুব সহজেই কাজ করবে। তবে তার আগে সোলার প্যানেলের দাম আনতে হবে সাধারণের নাগালে।
No comments:
Post a Comment