ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন-১ : সয়েল টেস্টিং কিট
এমরানা আহমেদ
সেন্ট যোসেফ স্কুলের ক্ষুদে বিজ্ঞানী সাদ আহমেদ আকাশের উদ্ভাবন সয়েল টেস্টিং কিট। তার উদ্ভাবিত এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাটির জৈব পদার্থের পরিমাণ, ফসফরাস, সালফার বা অন্য যে কোনো পদার্থের শতকরা পরিমাপ অতিসহজেই নিরূপণ করা যাবে। এ পরিমাপ জানার পর বোঝা যাবে কোন মাটিতে কী ধরনের ফসল ফলবে। এভাবে উপযুক্ত মাটিতে প্রয়োজনীয় ফসলের চাষ করার মাধ্যমে ভালো ফসল পাওয়া সম্ভব। এছাড়াও বাংলাদেশের কোন অঞ্চলের মাটি বেশি উর্বর সেটিও জানা সম্ভব হবে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে। উর্বরতার ওপর ভিত্তি করেই বোঝা যাবে সেই অঞ্চলে কোনো ধরনের ফসল বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করা যাবে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সেকশন জেটসের ক্ষুদে বিজ্ঞানী সাদ আহমেদ আকাশ এই প্রতিবেদককে জানান, এ পদ্ধতি ব্যবহারে উপযুক্ত মাটিতে প্রয়োজনীয় ফসলের চাষ করার মাধ্যমে ভালো ফলন পাওয়া যাবে। দেশের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। আকাশ আরও জানায়, সয়েল টেস্টিং কিট বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে অর্থনৈতিক উত্কর্ষ সাধনের জন্য যথোপযুক্ত। তার এই পদ্ধতি প্রয়োগে দেশের কৃষি আরও উন্নয়নের দিকে যাবে বলে তার কাছে মনে হয়েছে।
এরই মধ্যে মানিকগঞ্জে মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে সয়েল টেসিল্টং কিট পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ।
ক্ষুদে বিজ্ঞানী সাদ আহমেদ আকাশ কৃষি মন্ত্রণালয় থেকে এই টেসিল্টং কিট এনে এ পদ্ধতির আরও উন্নতর প্রয়োগ করেছে। তার এ পদ্ধতিটি তাদের বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলায় একটি প্রকল্পের মাধ্যমে সে তুলে ধরে। এ পদ্ধতিটি উপস্থিত দর্শকদের এবং বিজ্ঞান মেলার বিচারকদের মুগ্ধ করেছিল। তার প্রকল্পটি উপস্থাপন করে জেটস সেকশন থেকে প্রথম স্থান অধিকার করে।
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর সেকশন জেটসের ক্ষুদে বিজ্ঞানী সাদ আহমেদ আকাশ এই প্রতিবেদককে জানান, এ পদ্ধতি ব্যবহারে উপযুক্ত মাটিতে প্রয়োজনীয় ফসলের চাষ করার মাধ্যমে ভালো ফলন পাওয়া যাবে। দেশের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। আকাশ আরও জানায়, সয়েল টেস্টিং কিট বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে অর্থনৈতিক উত্কর্ষ সাধনের জন্য যথোপযুক্ত। তার এই পদ্ধতি প্রয়োগে দেশের কৃষি আরও উন্নয়নের দিকে যাবে বলে তার কাছে মনে হয়েছে।
এরই মধ্যে মানিকগঞ্জে মাঠ পর্যায়ে শুরু হয়ে গেছে সয়েল টেসিল্টং কিট পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ।
ক্ষুদে বিজ্ঞানী সাদ আহমেদ আকাশ কৃষি মন্ত্রণালয় থেকে এই টেসিল্টং কিট এনে এ পদ্ধতির আরও উন্নতর প্রয়োগ করেছে। তার এ পদ্ধতিটি তাদের বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলায় একটি প্রকল্পের মাধ্যমে সে তুলে ধরে। এ পদ্ধতিটি উপস্থিত দর্শকদের এবং বিজ্ঞান মেলার বিচারকদের মুগ্ধ করেছিল। তার প্রকল্পটি উপস্থাপন করে জেটস সেকশন থেকে প্রথম স্থান অধিকার করে।
No comments:
Post a Comment