Sunday, October 24, 2010

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন-৪ : ঝড় সতর্কীকরণ সরল যন্ত্র

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন-৪ : ঝড় সতর্কীকরণ সরল যন্ত্র

এমরানা আহমেদ
ঝড় বা ঘূর্ণিঝড় আসার আগেই বায়ুর গতি, চাপ ও দিক নির্ণয় করা যাবে ঝড় সতর্কীকরণ সরল যন্ত্রগুলোর সাহায্যে। এগুলোর কিছু কিছু প্রধান যন্ত্র অতি সহজেই ঘরে তৈরি করে বৈরী আবহাওয়া সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন সমুদ্রতীরবর্তী ঝড়প্রবণ এলাকার মানুষ। নিতে পারবেন সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ।
এই প্রকল্পটির ক্ষুদে দুই উদ্ভাবক খন্দকার মাসুক ইবনে মাহফুজ এবং ইরতেজা ইনাম কবির জানান, তিনটি যন্ত্রের সাহায্যে এই প্রকল্পটি কাজ করে থাকে। প্রথমটি হচ্ছে ‘অ্যানিমোমিটার’ বা বায়ুর বেগ মাপক যন্ত্র। এর দ্বারা বায়ুর গতি বাড়ছে না কমছে তা নির্ণয় করা যাবে। দ্বিতীয় যন্ত্রটি ছিল ‘সরল ব্যারোমিটার’। এটি একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এর দ্বারা বায়ুর চাপ কমছে না বাড়ছে তা নির্ণয় করা যায়। বায়ুর চাপ কমলে বোঝা যাবে যে আবহাওয়া খারাপ হতে পারে। ঝড় বা বৃষ্টির সম্ভাবনা কম না বেশি তা বোঝা যায়। তৃতীয় যন্ত্রটি ছিল ‘উইন্ড ভেন বা বাত পতাকা’ যা বায়ুর দিক নির্দেশ করে। এ থেকে বোঝা যাবে ঝড় কোনদিকে প্রবাহিত হচ্ছে। তারা দুঃখ প্রকাশ করে বলেন, আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ যন্ত্রের মাধ্যম সম্পর্কে জনসাধারণকে সতর্ক করতে বেশ সময় লেগে যায়। ঝড়ের কবলে পড়ে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। সম্পদসহ ব্যাপক প্রাণহানি ঘটে। অতি দ্রুত প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে তাদের এই প্রকল্পটি অতি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন এই দুই ক্ষুদে উদ্ভাবক।তাদের প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে খন্দকার মাসুক ইবনে মাহফুজ ও ইরতেজা ইনান কবির বলেন, বিশেষ করে এই প্রকল্পটি উপকূলীয় জনবসতিতে ভালো কাজ দেবে। ঝড় সম্পর্কে জনসাধারণকে সতর্ক করা যাবে। তারা আরও বলেন, এতে জনসাধারণ নিজেরাই সতর্ক হতে পারবেন। সিডর ও আইলার মতো ঝূর্ণিঝড়ের কবলে পড়ে বিশাল মৃত্যু আর আমাদের দেখতে হবে না।

No comments:

Post a Comment