লামায় বিরল প্রজাতির প্রাণী আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় বিরল প্রজাতির একটি প্রাণী ধরা পড়েছে। স্থানীয় লোকজন দাবি করছেন, ধরাপড়া প্রাণীটি লতা বাঘ। সোমবার সকালে লামা বন বিভাগের আওতাধীন বমুবিলছড়ি ইউনিয়নের পূর্বপাড়ায় এইচএম এরফানের বাড়িতে হানা দিলে লোকজন প্রাণীটিকে ধাওয়া করে কৌশলে ধরে ফেলে। প্রাণীটি খয়েরি ও কালো রংয়ের ডোরাকাটা। দৈর্ঘ্য আনুমানিক ৪ ফুট। বর্তমানে এটি এরফানের বাড়িতে রয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট লামা সদর রেঞ্জ বন কর্মকর্তা কেএম নিজাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। কাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিরল প্রজাতির প্রাণীটি দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত উত্সুক জনতা ভিড় জমায়।
Source: Daily Amardesh, 22-10-10
এ ব্যাপারে সংশ্লিষ্ট লামা সদর রেঞ্জ বন কর্মকর্তা কেএম নিজাহার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। কাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিরল প্রজাতির প্রাণীটি দেখার জন্য দূরদূরান্ত থেকে শত শত উত্সুক জনতা ভিড় জমায়।
Source: Daily Amardesh, 22-10-10
No comments:
Post a Comment