ভাষা শিক্ষায় ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
আরশাদুল মোমিন
বর্তমান যুগে দ্রুত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ভাষা শিক্ষা একটি অত্যাবশ্যকীয় বিষয়। সেক্ষেত্রে প্রথমেই এসে যায় আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি। আমাদের বাংলা ও ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জাপানিজ, স্প্যানিশ, জার্মান, ইতালিয়ান, আরবি ভাষা তথা অন্যান্য ভাষা শিক্ষা জরুরি। এখন মানুষ আর দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেক ভাষা শিখছে। এতে যোগাযোগের ক্ষেত্রে অনেক সহজে মানুষের খুব কাছাকাছি চলে যাওয়া সম্ভব।
কোন ভাষা কেন শিখবেন : বর্তমান বিশ্বে প্রফেশনালি তুলনামূলকভাবে বেশি ব্যবহৃত হচ্ছে ইংরেজি। এছাড়াও রয়েছে ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, জাপানি, আরবি, ইতালিয়ান ইত্যাদি। আর এগুলোই কোর্স হিসেবে রেখেছে ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব। সঙ্গে রয়েছে আরও বাংলা ভাষা কোর্স যা শুধু বিদেশিদের জন্য উন্মুক্ত।
ইংরেজি : আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় এখানকার অনেক লোকরাই একাডেমিক শিক্ষার ভিত মজবুত হলেও তারা ইংরেজিতে দুর্বল। অনেকে ভালোভাবে ইংরেজি না জানায় নিজেকে স্মার্টলি তুলে ধরতে পারছে না। প্রফেশনালি অনেকে বিদেশিদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করতে ব্যর্থ তথা চাকরি ও পড়াশোনার ক্ষেত্রেও একই অবস্থা। অন্যদিকে ইংরেজিতে দক্ষতা দেখিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক এগিয়ে।
ফ্রেঞ্চ : মূলত ইংরেজির পরের চাহিদাসম্পন্ন ভাষা ফ্রেঞ্চ। ফ্রান্স ছাড়াও কানাডাসহ বিশ্বের অন্য অনেক দেশে চাকরির ক্ষেত্রে ফ্রেঞ্চ জানা প্রার্থীদের আলাদা চোখে দেখা হয়।
স্প্যানিশ : আমেরিকায় তাদের নিজস্ব ভাষার পাশাপাশি অনেক ক্ষেত্রেই স্প্যানিশ ভাষার ব্যবহার হচ্ছে।
জাপানি : জাপানে পড়াশোনা করার জন্য আজকাল জাপানি ভাষা জানা অনেকটাই বাধ্যতামূলক। সেজন্য আজকাল জাপান যেতে আগ্রহীদের জাপানি ভাষা শেখার অভূতপূর্ব প্রবণতা লক্ষ্য যাচ্ছে। এখন TOEFL/IELTS-এর মতো Proficicncy for Japanese Language. নামে একটি টেস্ট দিতে হয়।
জার্মান : বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক কম্পিউটার প্রফেশনালদের জার্মানিতে যাওয়ার জন্য জার্মান ভাষা জানাটা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জার্মানিতে ব্যবসা-বাণিজ্যের প্রচুর সুযোগ রয়েছে।
আরবি : ব্যবসা-বাণিজ্যের জন্য বড় একটা মার্কেট হচ্ছে মধ্যপ্রাচ্য। এছাড়াও বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি মধ্যপ্রাচ্যে রফতানি করা হয়। সেক্ষেত্রে আরবি ভাষা জানাটা নিঃসন্দেহে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এছাড়া প্রয়োজনীয় ভাষাগুলো ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবে শেখানো হয়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও বিশেষভাবে সহায়তা করা হয়। ওঊখঞঝ/ঞঙঊঋখ-প্রিপারেশন কোর্স অফার করেও সুনাম অর্জন করেছে ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
নাভানা কটেজ, ফ্লাট-৫০১, রোড-১৭, হাউস-২৯, ব্লক-ই, বনানী, ঢাকা।
ফোন : ৮৮২৪২৬৬, ০১৭১৬৫০০২৩০, ০১৯১১৩৪০৫৮৬।
কোন ভাষা কেন শিখবেন : বর্তমান বিশ্বে প্রফেশনালি তুলনামূলকভাবে বেশি ব্যবহৃত হচ্ছে ইংরেজি। এছাড়াও রয়েছে ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, জাপানি, আরবি, ইতালিয়ান ইত্যাদি। আর এগুলোই কোর্স হিসেবে রেখেছে ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব। সঙ্গে রয়েছে আরও বাংলা ভাষা কোর্স যা শুধু বিদেশিদের জন্য উন্মুক্ত।
ইংরেজি : আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় এখানকার অনেক লোকরাই একাডেমিক শিক্ষার ভিত মজবুত হলেও তারা ইংরেজিতে দুর্বল। অনেকে ভালোভাবে ইংরেজি না জানায় নিজেকে স্মার্টলি তুলে ধরতে পারছে না। প্রফেশনালি অনেকে বিদেশিদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করতে ব্যর্থ তথা চাকরি ও পড়াশোনার ক্ষেত্রেও একই অবস্থা। অন্যদিকে ইংরেজিতে দক্ষতা দেখিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক এগিয়ে।
ফ্রেঞ্চ : মূলত ইংরেজির পরের চাহিদাসম্পন্ন ভাষা ফ্রেঞ্চ। ফ্রান্স ছাড়াও কানাডাসহ বিশ্বের অন্য অনেক দেশে চাকরির ক্ষেত্রে ফ্রেঞ্চ জানা প্রার্থীদের আলাদা চোখে দেখা হয়।
স্প্যানিশ : আমেরিকায় তাদের নিজস্ব ভাষার পাশাপাশি অনেক ক্ষেত্রেই স্প্যানিশ ভাষার ব্যবহার হচ্ছে।
জাপানি : জাপানে পড়াশোনা করার জন্য আজকাল জাপানি ভাষা জানা অনেকটাই বাধ্যতামূলক। সেজন্য আজকাল জাপান যেতে আগ্রহীদের জাপানি ভাষা শেখার অভূতপূর্ব প্রবণতা লক্ষ্য যাচ্ছে। এখন TOEFL/IELTS-এর মতো Proficicncy for Japanese Language. নামে একটি টেস্ট দিতে হয়।
জার্মান : বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক কম্পিউটার প্রফেশনালদের জার্মানিতে যাওয়ার জন্য জার্মান ভাষা জানাটা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জার্মানিতে ব্যবসা-বাণিজ্যের প্রচুর সুযোগ রয়েছে।
আরবি : ব্যবসা-বাণিজ্যের জন্য বড় একটা মার্কেট হচ্ছে মধ্যপ্রাচ্য। এছাড়াও বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি মধ্যপ্রাচ্যে রফতানি করা হয়। সেক্ষেত্রে আরবি ভাষা জানাটা নিঃসন্দেহে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এছাড়া প্রয়োজনীয় ভাষাগুলো ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাবে শেখানো হয়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও বিশেষভাবে সহায়তা করা হয়। ওঊখঞঝ/ঞঙঊঋখ-প্রিপারেশন কোর্স অফার করেও সুনাম অর্জন করেছে ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব
নাভানা কটেজ, ফ্লাট-৫০১, রোড-১৭, হাউস-২৯, ব্লক-ই, বনানী, ঢাকা।
ফোন : ৮৮২৪২৬৬, ০১৭১৬৫০০২৩০, ০১৯১১৩৪০৫৮৬।
আসসালামু আলাইকুম।
ReplyDeleteআমি শাওন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনাভাষা ও সংস্কৃতি বিভাগে অনার্স ২য় বর্ষে পড়ছি।
আপনাদের এখানে যদি চীনাভাষার শিক্ষক প্রয়োজন হয় তবে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।