দামুড়হুদায় ব্যাপক হারে সাথী ফসল চাষ হচ্ছে
মোঃ শাহাবুদ্দিন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের চাষীরা সাথী ফসল চাষ করে অধিক মুনাফা অর্জন করেছে। আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে অনেক চাষী। এলাকায় এক সময় চাষীরা একটি করে ফসল ফলাত। এর পরিবর্তে তারা বর্তমানে একই জমিতে একটি ফসলের পরিবর্তে আরও একটি করে সাথী ফসল চাষ করে আসছে। উপজেলায় আখ ফসলের সঙ্গে সরিষা, মসুর, বিভিন্ন সবজি, পেঁয়াজ, আলু, ওল ও রসুন আবাদ করে আসছে। আখের পাশাপাশি স্থায়ী ফলজ বাগানে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া, টমেটো, ওল, ভুট্টা, তুলা আবাদ করে চাষীরা অধিক লাভ করছে। সাথী ফসল হিসেবে চাষ করলে জৈব সারের পরিমাণ বৃদ্ধি করে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। দামুড়হুদা উপজেলায় ৩শ’ হেক্টর আখ ও প্রায় ১ হাজার হেক্টর স্থায়ী ফলজ বাগানে সাথী ফসল চাষ হয়েছে। উপজেলা সদরের চাষী মনিরুল আলম মুকুল জানান, তিনি ১ একর জমিতে আখ চাষ করে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে ধনিয়া বুনেছেন। ধনিয়ার ভালো ফলন হয়েছে। তিনি ৯/১০ হাজার টাকার ধনিয়া বিক্রি করবেন। তিনি একই জমিতে এর আগে তিল চাষ করে লাভবান হয়েছিলেন। সাথী ফসল চাষ করলে বাড়তি পরিচর্যা করতে হয় না। যে ফসল পাওয়া যায় সেটাই লাভ। তিনি আরও জানান, ২ বিঘা জমিতে পটোল আবাদ করেছেন। পটোলের মধ্যে আলুর আবাদ করেছেন। অন্য চাষী আকরাম জানান, বাউকুলের মধ্যে পেঁয়াজ ও টমেটো আবাদ করেছেন তিনি। তারা জানান, একই জমিতে বর্তমানে ২-৩টি ফসল ফলানো যেত; কিন্তু কৃষিতে আধুনিক প্রযুক্তি আসায় একটি ফসলের সঙ্গে অন্য একটি ফসল আবাদ করে বাড়তি টাকা আয় হচ্ছে। সাথী ফসল চাষ করলে বাড়তি যে ফসল ফলে তাতে অন্যান্য ফসল চাষের খরচ উঠে আসে এবং মূল ফসল থেকে উপার্জিত প্রায় সব অর্থই লাভ হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহা. আকরামুল হক জানান, বর্তমানে কৃষকরা ব্যাপক হারে ফসলের সঙ্গে সাথী ফসল চাষ করছে। সাথী ফসল চাষ করলে যে ফসল পাওয়া যায় সেটাই অতিরিক্ত উপার্জন। সাথী ফসল হিসেবে চাষ করার জন্য চাষীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহা. আকরামুল হক জানান, বর্তমানে কৃষকরা ব্যাপক হারে ফসলের সঙ্গে সাথী ফসল চাষ করছে। সাথী ফসল চাষ করলে যে ফসল পাওয়া যায় সেটাই অতিরিক্ত উপার্জন। সাথী ফসল হিসেবে চাষ করার জন্য চাষীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়।
No comments:
Post a Comment