প্যাডেল + বিদ্যুৎ + পেট্রোল = অ্যান্ট্রো গাড়ি
হাঙ্গেরির অ্যান্ট্রো কম্পানি এই সংকর গাড়িটি তৈরি করেছে। এমনিতে পেট্রলে ভালোই চলে। রয়েছে সাইকেলের মতো প্যাডেল ও বৈদ্যুতিক মোটর। সৌরশক্তি থেকে বিদ্যুৎশক্তি রূপান্তরের জন্য আছে সোলার প্যানেল। এটি দামে সস্তা, তবে চালকের পাশে মাত্র দুজন ভ্রমণ করার মতো জায়গা আছে। পরিবারের সবাই মিলে বাইরে বেরুলে দুটি অ্যান্ট্রো গাড়ি একত্রে জোড়া লাগিয়ে একটিতে পরিণত করার অনন্য ব্যবস্থা রাখা হয়েছে এতে
-
No comments:
Post a Comment